চক্ চক্ করলে সোনা হয় না




#চক্_চক্_করলে_সােনা_হয়_না।

#মূলভাবঃ বাইরের চাকচিক্য ও সাজসজ্জা দেখে কোনাে কিছুকে গুণসম্পন্ন বা মূল্যবান মনে করা উচিত নয়।

#সম্প্রসারিত_ভাবঃ বিশ্ব সংসারে আপাত সুন্দর অন্তঃসারশূন্য বস্তুর অভাব নেই। সর্বত্রই নকল অসার আড়ম্বরপূর্ণ বস্তু ছড়িয়ে আছে। যা সহজে চেনা কঠিন। যেমন মাকাল ফল দেখতে সুন্দর হলেও ভেতরে শুধুই ছাই। তাই কুহেলিকায় মুগ্ধ হয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং মানব জীবনকে তুচ্ছ করে দেয়। স্বর্ণ মূল্যবান ধাতু এটা দেখতে খুবই উজ্জ্বল। তামা এবং পিতলকে ভালােভাবে ঘষামাজা করলে সােনার মতো উজ্জ্বল দেখায়। তাই বলে সেগুলাে সােনার মতো দামি নয়। এ রকম আমাদের জগৎ সংসারে অনেককে বাইরের রূপ দেখে প্রকৃত রূপ মনে করা ঠিক নয়। কথায় আছে কোনাে ব্যক্তির মুখে ধর্মের বুলি উচ্চারণ করলেই সে ধার্মিক হবে এমন ভাবা ঠিক নয়। অনেক সময় স্বার্থ সাধন ও গুণবান ব্যক্তির মতাে অভিনয় করে। সুতরাং মিথ্যা মূল্যহীন। চক্ চকে বস্তুর প্রতি আকৃষ্ট না হয়ে রূপহীন প্রতিভাবান ব্যক্তির অন্বেষণ করাই জ্ঞানীর কাজ। চাকচিক্য মানুষের আসল পরিচয় নয়। কেননা, চক্ চক্ করলেই তা দেখে সােনা ভাবা বুদ্ধিমানের বৈশিষ্ট্য নয়। এমন মনে করলে জীবনে দুঃখের সীমা থাকবে না।
অতএব বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হওয়া উচিত নয়। যা দেখতে ভালো তা যে খাঁটি হবে এমন কোন কথা নেই, বরং নকলেরই চমক বেশি।

0 Comments