🌻 জপ সর্বশ্রেষ্ঠ 🌻
🚩 শ্রীল সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, ভগবদ্ভক্তি সাধনের সর্বশ্রেষ্ঠ পন্থা কি?
শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন যে, ভগবানের নাম সংকীর্তন হচ্ছে ভগবদ্ভক্তি সাধনের সর্বশ্রেষ্ঠ প্রন্থা।
ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হৈল মন।
প্রভু উপদেশ কৈল নাম সংকীর্তন।।
🚩 শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীসনাতন গোস্বামীকে এ বিষয়ে উপদেশ প্রদান করে বললেন-
ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি।
কৃষ্ণপ্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি।।
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন।
নিরপরাধে নাম লৈলে পায় প্রেম ধন।।
🚩 শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, " যত প্রকার ভজন আছে সর্বাপেক্ষা নামাশ্রয়ভজনই বলবান। নাম করিতে করিতে নববিধা ভজনই হইয়া থাকে।

0 Comments