.
💥#সময়ের_মারপ্যাঁচঃ⏰
──────────────────
প্রামাণিক কাল মাপা হয় সূর্যের গতি অনুসারে। একটি পরমাণুকে অতিক্রম করতে সূর্যের যেটুকু সময় লাগে তা হচ্ছে পারমাণবিক কাল। সমম্ত অস্তিত্বের প্রকাশকে আবৃত করে যে কাল তাকে বলা হয় পরম মহৎ কাল।
স্থূল কালের গণনা এভাবে করা হয়ে থাকে,
দুইটি পরমাণু = এক অণু
➖➖➖➖➖➖➖➖➖➖
তিন অণু = এক ত্রসরেণু
➖➖➖➖➖➖➖➖➖➖
৩ ত্রসরেণু = ১ ত্রুটি
➖➖➖➖➖➖➖➖➖
১০০ ত্রুটি = ১ বেধ
➖➖➖➖➖➖➖➖➖
৩ বেধ = ১ লব
➖➖➖➖➖➖➖➖
৩ লব = ১ নিমেষ
➖➖➖➖➖➖➖➖
৩ নিমেষ = ১ ক্ষণ
➖➖➖➖➖➖➖➖➖➖➖
৫ ক্ষণ = ১ কাষ্ঠা (৮ সেকেন্ড)
➖➖➖➖➖➖➖➖➖➖➖
১৫ কাষ্ঠা = ১ লঘু (২ মিনিট)
➖➖➖➖➖➖➖➖➖➖➖
১৫ লঘু = ১ দন্ড
➖➖➖➖➖➖➖➖➖
২ দন্ড = ১ মুহূর্ত
➖➖➖➖➖➖➖➖➖
৬ দন্ড = ১ প্রহর (৩ ঘন্টা)
➖➖➖➖➖➖➖➖➖➖
৪ প্রহর = ১ দিন বা রাত
➖➖➖➖➖➖➖➖➖➖
১৫ দিবারাত্র = ১ পক্ষ
➖➖➖➖➖➖➖➖➖
২ পক্ষ = ১ মাস
➖➖➖➖➖➖➖
২ মাস = ১ ঋতু
➖➖➖➖➖➖➖
৬ মাস = ১ অয়ন
➖➖➖➖➖➖➖
২ অয়ন = ১ বছর
👉#জেনে_রাখা_ভালঃ
──────────────────
🚩> পৃথিবীতে ১ মাস হলে পিতৃলোকে ১ দিন বা ১২ ঘন্টা হয়,
🚩> মর্ত্যলোকে ১ বছর হলে দেবলোকে ২৪ ঘন্টা হয়,
🚩> মর্ত্যলোকে ৩৬০ বছর হলে স্বর্গের ১ বছর হয়,
🚩> পৃথিবীর হিসেবে ৪,৩২,০০০ বছর কলিযুগের স্থিতিকাল + ৮,৬৪,০০০ বছর দ্বাপরযুগের স্থিতিকাল + ১২,৯৬,০০০ বছর ত্রেতাযুগের স্থিতিকাল + ১৭,২৮,০০০ বছর সত্যযুগের স্থিতিকাল। এভাবে এক চতুর্যুগের স্থিতিকাল হল ৪৩,২০,০০০ বছর।
🚩> ৭১ চতুর্যুগে অর্থাৎ ৩০,৬৭,২০,০০০ বছর হল এক মন্বন্তর বা একজন মনুর রাজত্বকাল,
🚩> ১৪ মন্বন্তরে অর্থাৎ ৪২৯,৪০,৮০,০০০ বছরে ব্রহ্মার ১২ ঘন্টা হয়,
🚩> এভাবে ব্রহ্মাজী ১০০ বছর অর্থাৎ ৩০৯,১৭৩,৭৬০,০০০,০০০ বছর বেঁচে থাকেন। (বর্তমানে ব্রহ্মার ৫১তম বছর চলছে)

0 Comments