সপ্ত মাতা




♥️ সপ্ত মাতা ♥️

আত্ম-মাতা গুরু পত্নী
ব্রাহ্মণী রাজা-পত্নী
ধেনুর ধাত্রী তথা পৃথিবী
সপ্তিতা মাতারহ স্মার্থ --- চানক্য নীতি শাস্ত্র

১। আত্ম মাতা – নিজ মা
২। গুরু পত্নী – গুরুদেবের পত্নী
৩। ব্রাহ্মণী – ব্রাহ্মণের পত্নী
৪। রাজ পত্নী – রাজার পত্নী বা রানী
৫। ধেণু – গাভী মাতা
৬। ধাত্রী – ধাত্রীমাতা বা নার্স
৭। তথা পৃথিবী – পৃথিবী মাতা

আমাদের সপ্তমাতা রয়েছে তো চলুন এই মাতৃদিবসে সপ্তমাতাকে সম্মান ও সেবা প্রদানের মাধ্যমে পালন করি। আমরা কিভাবে এই সাতজন মাতা কে ভালোবাসতে এবং সেবা প্রদান করতে পারি। তা খুব সরল, আমরা যদি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কৃষ্ণ কে ভালবাসি তাহলে এই সপ্তমাতাকে আমরা ভালবাসতে পারি। মা হলো শুদ্ধ ভালোবাসা মূর্তি প্রকাশ তাই আমরা যদি তার ভালোবাসা প্রতিদান করতে চাই তাহলে কৃষ্ণকে ভক্তিযোগের মাধ্যমে ভালোবাসার অভ্যাস করতে হবে। প্রকৃত ভালোবাসার সূত্র অনেক সরল, সৃষ্টিকর্তাকে ভালোবাসা তাহলে তার সৃষ্টিকে ভালোবাসা যায়। শুভ মাতৃদিবস।

0 Comments