মাথায় শিখা রাখার তাৎপর্য




🙏শিখা🙏
🙏💖🙏 মাথায় শিখা রাখার তাৎপর্য ??
🙏💖🙏 বৈষ্ণবেরা মাথায় শিখা রাখেন কেন ??
🙏💖🙏 শিখাটিকে কোন সময় গ্রন্থিবন্ধন ও কোন সময় গ্রন্থি মুক্ত করা যায় ??
⬇️⬇️⬇️
⬇️
🙏✔️✔️✔️ বৈদিক সংস্কৃতি অনুসারে, কারও চূড়াকরণ সংস্কার( মস্তক-মুণ্ডন উৎসব) এবং উপনয়ন( বৈদিক দীক্ষাপ্রধান উৎসব) অনুষ্ঠিত হলে, মোস্তাক মুণ্ডনের সময় এক গুচ্ছ কেশ শেখা রূপে ছেড়ে রাখতে হয়. যে কোনো রকমের যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে সে কারন অবশ্যই প্রয়োজন. সুতরাং ভারতীয় ঐতিহ্য অনুসারে সমস্ত ব্রাহ্মণ, বৈষ্ণব বা অনুরূপ ব্যক্তিদের শিখা ধারণ করতে হয়.

✔️✔️✔️ যদিও শিখারখার আকৃতি সম্পর্কে কোন শাস্ত্রীয় বিধান নেই বলে মনে হয়, তবে গৌড়ীয় বৈষ্ণবগণের ঐতিহ্য অনুযায়ী তার শিখা রাখেন গোষ্পদ আকৃতির, প্রায় দেড় ইঞ্চি(1.5 inch/5-6 centimetre). ছিল প্রভুপাদ এই বিষয়ে মন্তব্য করেছিলেন Hawaii তে তার কয়েকজন নতুন শিষ্যবর্গের কাছে.👉{ বলেছিলেন "গৌড়ীয় বৈষ্ণব শিখা *দেড় ইঞ্চি হয়ে থাকে---তারচেয়ে বড় নয় }. বৃহত্তর শিখা মানে অন্য একটি সম্প্রদায়--আর শিখা বেঁধে রাখা চাই. "[ 6th May, 1972, Hawaii, শ্রীল প্রভুপাদ লীলামৃত 5ম].

🙏✔️✔️✔️ শ্রীগুরুপাদপদ্মে সঙ্গে, শ্রীচৈতন্যশিক্ষার সঙ্গে নিজের মস্তক বন্ধন করবার উদ্দেশ্য দীক্ষিত ও হরিনামশ্রিত ব্যক্তিমাত্রইরই শিখা রাখা দরকার. শিখার অপর নাম হল----
👉 শ্রীচৈতন্য শিক্ষা.

🙏✔️✔️✔️ শিখা যে কোনও দৈর্ঘ্যের হতে পারে, কিন্তু সেটি দৃঢ়ভাবে গ্রন্থিবন্ধন করে রাখা চায় এবং শুধুমাত্র স্নান, গা--ধোয়া, পরিছন্নতা বা তেল মাগবর সময় সেটি গ্রন্থি মুক্ত করা চলে. তা ছাড়া শয়নকালে, পারোলৌকিক ব্রতে যোগদানে, বা শোকপালন পর্বে শিখা গ্রন্থিমুক্ত রাখতে হয়. যেহেতু গ্রন্থিমুক্ত শিখা হল পরিবারবর্গের কারও মৃত্যুর লক্ষণ, তাই গ্রন্থিমুক্ত শিখাসহ দৈনন্দিন কার্যক্রমে অনুসরণ করা অশুভ. এছাড়া বলা হয় যে, কেউ তার শিক্ষা গ্রন্থিমুক্ত রাখলে, শরীর দুর্বল হয়ে পড়তে পারে.

✔️✔️✔️ স্নানের পরে শিখা বন্ধনকালে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত, অথবা নীরবে গায়ত্রী মন্ত্র, ব্রহ্মগায়ত্রী(গায়ত্রীর প্রথম পংক্তি ) জপ করা উচিত.👉শিখার কখনও বিনুনি করা উচিত নয়( প্রথমত কেবলমাত্র মহিলারাই তাদের কেশপাশ বিনুনী করে থাকেন) কিংবা শিখা কখনো সুদীর্ঘ এবং অবিন্যস্ত রাখা উচিত নয়.

✔️✔️✔️ হরিভক্তিবিলাস গ্রন্থে বলা হয়েছে, উচ্চ শ্রেণীর ব্যক্তিরা স্নানের শেষদিকে মন্ত্রাদি উচ্চারণের সময় শিখা গ্রন্থিবন্ধন করেন.এটি বিশেষত নদী বা সরোবরে স্নানকালে বিশেষভাবে প্রযোজ্য, তখন স্নানের পূর্বে শিখাবন্ধন না করলে স্নানের পবিত্র বিধি সম্পর্কে শ্রদ্ধাহীন এবং নিম্নশ্রেণীর মানুষ রূপে গণ্য করা হয়. স্নানের সময় শিখাটি সহজভাবে গ্রন্থিমুক্ত রাখা চলে, স্নানের পরে তা আরও সযত্নে আবার গ্রন্থিবন্ধন রাখা উচিত.

✔️✔️✔️👉স্বাভাবিকভাবে, যদি শিখা গ্রন্থিযুক্ত করে রাখার পক্ষে খুবই ছোট হয়ে থাকে, তা হলে সেটি খুলে রাখাই ঠিক, কিন্তু আগোছালোভাবে রাখা উচিত নয়.

🌻 জয় শ্রীশ্রী রাধামাধব🙏
🌺 অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত জগদগুরু স্বামী শ্রীল প্রভুপাদের জয় জ🙏
🌹 পতিতপাবন শ্রীশ্রী জয়পতাকা স্বামী গুরুমহারাজের জয় জয়🙏
🌷 জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ🙏
🌸 নবদ্বীপ মায়াপুর ধাম কি জয় জয়🙏
🌳 বৃন্দাদেবী শ্রীমতি তুলসী মহারানী কি জয়🙏 গঙ্গা মাই কি জয়🙏যমুনা মাতা কি জয়🙏 ভক্তিদেবী কি জয়🙏 ব্রহ্মাণ্ড জননী রাধারাণী কি জয়🙏🙏
🍀নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি জয়🙏
🐦হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণহরে হরে🦋হরে রাম🦋হরে রাম রাম রামহরে হরে

0 Comments