👉ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব -




➡ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানম্ অধর্মস্য তদা আত্মানম্ সৃজামি অহম।।
শ্রীমদ্ভগবদগীতা ৪/৭
➡অনুবাদ - হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই।
➡তাৎপর্য - এখানে 'সৃজামি' কথাটা তাৎপর্যপূর্ণ। এই 'সৃজামি' কথাটা সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি। কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী' ভগবানের সমস্ত রুপই নিত্য বিরাজমান, তাই ভগবানের রুপ বা শরীর কখনো সৃষ্টি হয় না। সেই জন্য 'সৃজামি' মানে-ভগবানের যা স্বরূপ, তা তিনি নিজে প্রকাশ করেছেন। এর থেকে বুঝা যায়, ব্রহ্মার একদিনে, সপ্তম মনুর অষ্ট-বিংশতি চতুর্যুগের দ্বাপরে ভগবান তাঁর স্বরুপে আবির্ভূত হন, কিন্তু তা বলে প্রকৃতির কোনো নিয়মকানুনের বন্ধনে তিনি আবদ্ধ নন। তিনি তাঁর ইচ্ছানুসারে তার লীলা করেন-তিনি হচ্ছেন স্বরাট। তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয়, তখন তার ইচ্ছানুসারে ভগবান এই জড়জগতে অবতরণ করেন।

0 Comments