➡খাদ্যদ্রবাদি ভগবানকে নিবেদন
যজ্ঞশিষ্টাশিনঃ সন্তো মুচ্যন্তে সর্বকিল্বিষৈঃ।
ভুঞ্জতে তে তু অঘম্ পাপাঃ যে পচন্তি আত্মকারনাৎ।।
শ্রীমদ্ভগবদগীতা ৩/১৩
➡অনুবাদ - ভগবদ্ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তাঁরা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্ন পাক করে, তারা কেবল পাপ ভোজন করে।
➡তাৎপর্য - সন্তগণ (ভগবদ্ভক্ত) সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ (সকল আনন্দ-সুখের প্রদায়ক), অথবা মুকুন্দ (মুক্তিদাতা), অথবা শ্রীকৃষ্ণ (সর্বাকর্ষক পুরুষ) - এর প্রেমে মগ্ন থাকেন, সে জন্য তাঁরা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না। অন্য সমস্ত লোকেরা, যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায়, শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা তাদের পাপও গ্রহণ করে।

0 Comments