👉পরম্পরা -




➡পরম্পরা
এবম্ পরম্পরা প্রাপ্তম্ ইমম্ রাজর্ষয়ঃ বিদুঃ
সঃ কালেনেহ মহতা যোগঃ নষ্টঃ পরন্তপ।।
শ্রীমদ্ভগবদগীতা ৪/২
➡অনুবাদ - এইভাবে পরম্পরা মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্টপ্রায় হয়েছে।
➡তাৎপর্য - তথাকথিত সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণকথার নামে একটা ভালো ব্যবসা জাঁকিয়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই ভগবানের পরম পুরুষোত্তম ভগবত্তায় বিশ্বাস করে না। এটিই হচ্ছে আসুরিক প্রবৃত্তি। অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি ভোগ করার ব্যাপারে অত্যন্ত তৎপর। পরম্পরার ধারায় ভগবদগীতার প্রকৃত ভাব যথাযথভাবে ব্যক্ত করবার চেষ্টা করে ভগবদগীতার একটি ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে, তা উপলব্ধি করে, এই সংস্করণটি প্রকাশিত হয়েছে। ভগবদগীতা মানুষের প্রতি ভগবানের আশির্বাদ, মানব সমাজে এটি এক অমূল্য সম্পদ, তাঁকে যথাযথভাবে গ্রহণ না করে, দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ গ্রন্থ মনে করলে, কেবল সময়ের অপচয় করা হবে।

0 Comments