👉ভগবৎ কথা শ্রবণ -




➡ভগবৎ - কথা শ্রবণ
শ্রীমদ্ভগবদগীতা ৭/১
শ্রীভগবান উবাচ
ময়ি আসক্তমনাঃ পার্থ যোগম্ যুঞ্জন্ মদাশ্রয়ঃ।
অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎ শৃণু।।
অনুবাদ - শ্রীভগবান বললেন - হে পার্থ (অর্জুন), আমাতে আসক্তচিত্ত হয়ে, আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে, কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে, তা শ্রবণ কর।
তাৎপর্য - নববিধা ভক্তির মাধ্যমে মনকে ভগবানের ধ্যানে মগ্ন করা যায়। তাদের মধ্যে সর্বপ্রথম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 'শ্রবণম্'। ভগবান তাই অর্জুনকে বলেছেন, 'তৎশৃণু' অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ কর। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তাঁর কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে কৃষ্ণভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞান ভগবানের কাছ থেকে অথবা ভগবানের শুদ্ধভক্তের কাছ থেকে আহরণ করতে হয়। যাদের অন্তরে ভগবদ্ভক্তি নেই, তাদের যতই বিদ্যাবুদ্ধি থাক না কেন, তারা কখনই ভগবৎ তত্ত্বজ্ঞান দান করতে পারে না। তাই কৃষ্ণ-তত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণভাবনাময় ভক্তের কাছ থেকে।

0 Comments