নারদ মুনির অহংকার চূর্ণ --------------------------------------------------
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নারদ মুনি প্রশ্ন করলেন হে ভগবান আপনার সবচেয়ে প্রিয় ভক্ত কে? ভগবান জানেন এটি নারদ মুনির অহংকার, তাই ভগবান নারদকে বললেন! হে নারদ আমার প্রিয় ভক্তের নিকট তোমাকে নিয়ে যাব কিন্তু তার পূর্বে তোমাকে একটি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তোমাকে আমি এই তেল ভর্তি ভাণ্ডটি দিলাম তুমি সাবধানের সহিত পৃথিবী তিনবার প্রদক্ষিন করে আস, অসাবধান হলে পড়ে যাবে। তাই নারদ মুনি তিনদিন পর পৃথিবী তিনবার প্রদক্ষিন করে ভগবানের কাছে আসার পর ভগবান বললেন তুমি তিনদিনে আমাকে কতবার স্মরণ করেছ। হে ভগবান তেলের চিন্তায় আপনাকে আমি একবারও স্মরণ করতে পারিনি। তাহলে সংসারী ভক্তগন তেল, চাল, ডালের চিন্তা করার পরে ও আমাকে স্মরণ করে আমাকে ভূলে না, তাই তারা আমার অত্যন্ত প্রিয়।
গৃহে থাক বনে থাক সদা হরি বলে ডাক --------------------------------

0 Comments