➡ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রকৃতি
জন্ম কর্ম চ মে দিব্যম এবম্ যো বেত্তি তত্ত্বতঃ।
ত্যত্ত্বা দেহম্ পুনর্জন্ম নৈতি মামেতি সঃ অর্জুন।।
শ্রীমদ্ভগবদগীতা ৪/৯
➡অনুবাদ - হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাঁকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহনণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন।
➡তাৎপর্য - যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড় জগতের বন্ধন-মুক্ত হয়েছেন, এবং তাই দেহত্যাগ করার পরেই তিনি ভগবদ্ধামে ফিরে যান। জড়-বন্ধন থেকে এইভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী এবং যোগীরা বহু জন্ম-জন্মান্তরের তপস্যার ফলে এই মুক্তি লাভ করে। কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে, তা পূর্ণ মুক্তি নয়। তাঁদের পুনরায় এই জড়জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কৃষ্ণভক্ত, ভগবানের সচ্চিদানন্দময় দেহ এবং তাঁর লীলার অপ্রাকৃতত্ত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন তাঁর জড়জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না।

0 Comments