👉শুদ্ধভক্তের লক্ষণ -




👉শুদ্ধভক্তের লক্ষণ 
মৎ-চিত্তাঃ মৎগতপ্রাণাঃ বোধয়ন্তঃ পরস্পরম্
কথয়ন্তঃ চ মাম্ নিত্যম্ তুষ্যন্তি চ রমন্তি চ।।
শ্রীমদ্ভগবদগীতা ১০/৯
অনুবাদঃ যাঁরা আমাতে চিত্ত ও প্রাণ সম্পূর্ণরুপে সমর্পণ করছেন, তাঁরা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং আমার সমন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। 
তাৎপর্যঃ শুদ্ধভক্ত, যাঁদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তাঁরা সর্বদাই পূর্ণরুপে ভগবানের পারমার্থিক প্রেমভক্তি সেবায় যুক্ত থাকেন। তাঁদের মন কখনই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয়না। তাঁরা সর্বদাই পারমার্থিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ভগবানের শুদ্ধভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষ ভাবে বর্ণিত হয়েছে। ভগবদ্ভক্ত দিনের চব্বিশ ঘণ্টাই ভগবানের লীলীসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাঁদের মনপ্রাণ, সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন।

0 Comments