শ্রীকৃষ্ণ ও তার কার্য অভিন্ন




শ্রীকৃষ্ণের কার্যকলাপ স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। যতক্ষণ মানুষ শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণে মগ্ন থাকেন, ততক্ষণ তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয় এতই মঙ্গলময় যে, তা বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা সকলেরই মঙ্গলসাধন করে। তাই কৃষ্ণকথাকে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম থেকে উদ্ভূত গঙ্গার জলের সঙ্গে তুলনা করা হয়। গঙ্গার জল যেখানেই যায় সেই স্থান এবং তার জলে অবগাহনকারী মানুষদের পবিত্র করে। তেমনই কৃষ্ণকথা বা কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা, এতই পবিত্র যে, যেখানেই তা আলোচিত হোক না কেন, সেই স্থান, বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা আদি সকলেই পবিত্র হয়ে যান।

শ্রীল প্রভুপাদ কথামৃত....
Srila Prabhupada kathamrita....
Source : Srimad Bhagavatam.
শ্রীমদ্ভাগবত, স্কন্ধ -২, অধ্যায় ১ম, শ্লোক ১ম এর ভক্তিবেদান্ত তাৎপর্য।

0 Comments