👉 শীতে শিশুর যত্ন নেওয়ার ১০টি টিপস :
১. আপনার শিশুকে গরম ও আরামদায়ক পোশাক পরান
২. তার ঘরের সঠিক তাপমাত্রা বজায় রাখুন
৩. আপনার শিশুকে ম্যাসাজ করুন
৪. স্তন্যপান করান, কারণ এটি আপনার শিশুর পুষ্টির প্রধান উৎস
৫. সংক্রমণের কোনওরুপ লক্ষণের দিকে নজর রাখুন
৬. টীকাদানের সময়সূচী মেনে চলুন
৭. হালকা কম্বল ব্যবহার করুন
৮. আপনার শিশুকে বাইরে নিয়ে যাওয়ার সময় সাবধান ও সতর্কতা অবলম্বন করুন
৯. আপনার নিজস্ব স্বাস্থ্যবিধি বজায় রাখুন
১০. স্নান করান তবে কদাচিৎ

0 Comments