👉কীর্তন
সততম্ কীর্তয়ন্তঃ মাম্ যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ
নমস্যন্তশ্চ মাম্ ভক্ত্যা নিত্যযুক্তাঃ উপাসতে।।
শ্রীমদ্ভগবদগীতা ৯/১৪
অনুবাদঃ ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠ ও যত্নশীল হয়ে সেই ভক্তরা সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং সর্বদা ভক্তিপূর্বক আমার উপাসনা করে।
তাৎপর্যঃ মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তনে মগ্ন থাকেন। তাঁর আর কোনো কাজই থাকে না। তিনি নিরন্তর পরমেশ্বরের মহিমা প্রচারে নিয়োজিত থাকেন। পক্ষান্তরে বলা যায় যে, মহাত্মা কখনই নির্বিশেষবাদী হন না। কারণ যথার্থ মহাত্মা হচ্ছেন তিনি, যিনি ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের রুপ, ভগবানের গুণ তথা ভগবানের অদ্ভূত চরিত্রের স্তুতিতে ভগবানের কীর্তন করেন। এই সমস্ত ভগবৎ-তত্ত্ব সর্বদাই কীর্তনীয়, তাই যথার্থ মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবানের প্রতি অনুরক্ত থাকেন। শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে, মহাত্মা সর্বদাই নানারকমের ভগবদ্ভক্তি অনুশীলন কার্যকলাপে মগ্ন থাকেন, বিষ্ণুতত্ত্ব শ্রবণ ও কীর্তন করেন, এবং তিনি কখনই দেবদেবী বা কোনো মানুষের গুণ কীর্তন করেন না। এই হচ্ছে ভক্তির স্বরুপ-'শ্রবণং কীর্তনং বিষ্ণো' এবং 'স্মরণং'-তাঁকে সর্বদা স্মরণ করা।

0 Comments