➡আত্মার নিত্য স্বতন্ত্রতা
ন ত্বেবাহম জাতু নাসং ন ত্বম নেমে জনাধিপাঃ।
ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়ম অতঃপরম্।।
শ্রীমদ্ভগবদগীতা ২/১২
➡অনুবাদ - এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিল না; এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না।
➡তাৎপর্য - ভগবান স্পষ্টভাবে বলেছেন, তিনি অর্জুন এবং সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই তাঁদের ব্যক্তিগত সত্তা নিয়ে চিরনিত্য। তাঁদের স্বতন্ত্র সত্তা পূর্বে বর্তমান ছিল ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে বর্তমান। তাই কারো জন্য শোক করা নিরর্থক। মায়াবাদীরা বলে থাকে যে, আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায় এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকে না এবং এরই নাম মুক্তি। ভগবান, যিনি সমস্ত জ্ঞানের আধার, তিনি এই সিদ্ধান্তকে অনুমোদন করেননি। অনেক সময় কেউ কেউ আবার বলে থাকেন, জড়জগতের সংস্পর্শে আসার ফলেই আমরা নিজেদের স্বতন্ত্র সত্তা বলে মনে করি। সে সিদ্ধান্তকেও ভগবান অনুমোদন করেননি।

0 Comments