কুড়াল ও গাছের শিক্ষনীয় ঘটনা




জঙ্গল ছোট হয়ে আসছিলো,তারপরেও গাছেরা কুড়ালকেই ভোট দিচ্ছিলো।
কারণ কুড়ালের হাতলটা যে কাঠের তৈরি,আর গাছেরা ভেবেছিলো-কুড়াল বুঝি তাদেরই একজন।
কিন্তু কালের বিবর্তনে,কুড়াল তার আসল পরিচয়ের জানান দেয়!!
একে একে সকলকেই কেঁটে ফেলে।
তেমনি, আপনি আপনার আশে পাশে অনেককেই পাবেন, যারা আপনার আপনজন সেঁজে আপনার প্রতি কথায় জি ভাই,হ্যাঁ ভাই বলে আপনার পাশে থাকবে!
অথচ গোপনে খোঁজ নিয়ে দেখবেন, আপনার ক্ষতি করা লোকদের তালিকায় ওদের নাম গুলোই সবার আগে আসে।

0 Comments